রূপগঞ্জে মেট্রোরেল প্রকল্পের জমি অধিগ্রহণ পক্রিয়ায় মাদ্রাসা বিলীনের আশঙ্কা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের পিতলগঞ্জ দাখিল মাদরাসা বিলীনের আশঙ্কা করছেন এলাকাবাসি। শুধু তাই নয়, শিক্ষার্থীদের
ঢাকার সাভারের আমিন বাজার থেকে প্রায় কোটি টাকা মূল্যের নয়'শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার নবাব (৩৩) এবং শফিক (৩২)। নবাব সরাসরি ভারত থেকে হেরোইন এনে সাভারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমান হেরোইন ঢাকায় ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকার ইউনিয়ন পরিষদের কাছ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৯'শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।