Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী মুসলিম কর্মকর্তাদের ঢিলেঢালা লম্বা ইউনিফর্ম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নারী মুসলিম কর্মকর্তাদের জন্য ঢিলেঢালা লম্বা ইউনিফর্ম চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের একটি পুলিশ ফোর্স। আরও অধিক সংখ্যক মুসলিম নারীরা যেন সেখানে নিয়োগ লাভের ব্যাপারে আগ্রহী হয়, এমন চিন্তা মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ বলছে, নতুন এই ইউনিফর্মের প্রস্তাব করেছিলেন একজন মুসলিম অফিসার। পরে বাহিনীর একজন ক্লথিং ম্যানেজার এর ডিজাইন করেন। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল আঙ্গেলা উইলিয়ামস চলতি সপ্তাহে এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, গত মাস থেকে আমরা নারীদের জন্য একটি নতুন ইউনিফর্ম পরীক্ষা করছিলাম যা নারী গঠন যেন দৃশ্যমান না হয় সেভাবে ডিজাইন করা হয়েছে। একজন মুসলিম নারী কর্মকর্তা এর প্রস্তাব করেছিলেন। তার সহায়তায় এর ডিজাইন করেছেন আমাদের ক্লথিং ম্যানেজার। তিনি বলেন, এই ইউনিফর্ম ঢিলেঢালা, লম্বা এবং ফুলহাতার। বাহিনীর কর্মকর্তারা এটি ভালভাবে গ্রহণ করেছে। আমরা এখন কর্মকর্তারা চাইলে তাদের জন্য এই ইউনিফর্ম সরবরাহ করছি। এই ইউনিফর্মটি প্রথম ট্রায়াল দেন যুক্তরাজ্যের মুসলিম অধ্যুষিত ব্রাডফোর্ড শহরের পুলিশ কনস্টেবল ফারজানা আহমেদ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ