Inqilab Logo

ঢাকা, বুধবার, ২০ মার্চ ২০১৯, ০৬ চৈত্র ১৪২৫, ১২ রজব ১৪৪০ হিজরী।

এই শহরে আমি একা নিয়ে এসডি রুবেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী এসডি রুবেল শিঘ্রই নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। তার নতুন গানের শিরোনাম হচ্ছে ‘এই শহরে আমি একা’। গানের কথা, সুর সঙ্গীত ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এসডি রুবেল নিজেই। এতে মডেল হিসেবে কাজ করেছেন শাহেদ শরীফ খান ও মিমি। এসডি রুবেল জানান, অক্টোবরে তার নতুন এই মিউজিক ভিডিওটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসডি রুবেল ফাউন্ডেশন’-এ প্রকাশ হবে। রুবেল এখন আমেরিকায়। সেখানে তিনি আগামী ২২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গীতে অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন। দেশে ফিরে তিনি নতুন গানটি প্রকাশ করবেন। উল্লেখ্য, বাজারে এসডি রুবেলের ৩৭টি একক অ্যালবাম রয়েছে। চলচ্চিত্রে গাওয়া তার আলোচিত গানের মধ্যে রয়েছে ‘এই সুন্দর পৃথিবীতে এসেছি আমি’ গানটি। এটি ‘খবর আছে’ চলচ্চিত্রের। এসডি রুবেল সিনেমার নায়ক হিসেবে অভিষেক হয় মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘এভাবেই ভালোবাসা হয়ে যায়’ চলচ্চিত্রে। এতে তার বিপরীতে ছিলেন শাবনূর। তার নির্দেশনায় নির্মিত হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ববি। আগামী নভেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাবারা সম্ভাবনা রয়েছে বলে জানান এসডি রুবেল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ