Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নানিয়ারচরে প্রতিপক্ষের হামলায় নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৬ এএম | আপডেট : ৩:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০১৮

রাঙামাটির নানিয়ারচর উপজেলার পাহাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-এর কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িঘাট ইউনিয়নের রামহড়ি পাড়ায় আঞ্চলিক দল জনসংহতি-জেএসএস (এমএন লারমা) সমর্থিত একদল যুবক ভোরে নিহতদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। নিহতরা পাহাড়ের আরেকটি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।

এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে দুই ইউপিডিএফকর্মী ঘটনাস্থলে নিহত হন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পাহাড়ের দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

‘পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে, সেখান পৌঁছানোর পরই মূলত এ বিষয়ে বিস্তারিত জানা যাবে,’ বলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলায় নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ