Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৭ সফর ১৪৪১ হিজরী

ফান্দাউক দরবার শরীফে ইমাম হোসাইন (রাঃ) শাহাদাত দিবস পালিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৮ পিএম

প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় ইমাম হোসাইন (রাঃ) শাহাদাৎ দিবস তথা পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে। পহেলা মুহররম থেকে শুরু করে দশ মুহররম শুক্রবার সারারাত ব্যাপী ফান্দাউক মাদ্রাসা ময়দানে সমাপনী দিবসে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। প্রতিদিন কুরআন খতম সহ বাদ আসর পবিত্র মুহররম নামা পাঠ, মিলাদ ও দোয়ার মাধ্যমে ধারাবাহিক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী মাহফিলের সভাপতি হিসেবে তরিকার তা'লিম তাওয়াজ্জুহ ও মূল্যবান তারবিয়াত পেশ করেন। বাদ ইশা থেকে রাত ব্যাপী দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণের মধ্যে আলোচনা পেশ করেন মাওঃ মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মাওঃ কামাল উদ্দিন আনসারী, মাওঃ সৈয়দ জাকারিয়া আহমাদ, মাওঃ হুমায়ুন কবীর, হাফেজ আব্দুর রহমান, মুফতি শাহ আলম মাছুমী, গাজী আব্বাস উদ্দিন, মুফতি মোযযাম্মিল হক মাছুমী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্জ্ব মাওঃ সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, মাওঃ সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী সহ দরবারের অসংখ্য ভক্ত মুরিদ ও মুহিব্বীন। ফজর পীরজাদা আলহাজ্জ্ব মাওঃ মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহামাদ আল-হোসাইনী তরিকতের তা'লিম প্রদান পূর্বক মিলাদ শরীফ ও বিশ্ব মুসলিমের মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘোষণা করেন।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশুরা

২০ সেপ্টেম্বর, ২০১৯
১২ সেপ্টেম্বর, ২০১৯
১০ সেপ্টেম্বর, ২০১৯
১০ সেপ্টেম্বর, ২০১৯
২৮ সেপ্টেম্বর, ২০১৮
২৩ সেপ্টেম্বর, ২০১৮
২১ সেপ্টেম্বর, ২০১৮
২১ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন