Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কয়লাখনিতে ২০ গ্রামের সমন্বয় কমিটিতে হচ্ছেটা কী?

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বড়পুকরিয়া কয়লা খনিতে ক্ষতিগস্ত ২০ গ্রামের : সমন্বয় কমিটিতে হচ্ছেটা কী? বিশ গ্রামের সমন্বয় কমিটির আয়োজনে গতকাল সন্ধ্যার দিকে কয়লার খনি বাজারে আট দফা বাস্তবায়নের দাবিতে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক মশিউর রহমান বুলবুল, আট দফা সাংবাদিকদের মাঝে পাট করতে না করতে সমাবেশটি ভন্ডল হয়ে যায়। তারা জানান, উপর মহলের চাপে সমাবেশ পরিপূর্ণভাবে করতে পারেনি। তাই সমাবেশটি ভন্ডল হয়ে যায়। সমাবেশে রাহেনুল ইসলাম সদস্য সচিব মতিউর রহমান সদস্য বেনজির আহমেদ ফরহাদ হোসেন ও মামুন এরা সকলেই সদস্য হিসেবে সমাবেশের মঞ্চে অবস্থান করছিল। এদিকে একই ব্যানারে সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্থানীয় সংবাদ কর্মীদেরকে বলেন, আমরাই ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটির সঠিক কমিটি। এবং আজকে যারা সমাবেশ ডেকেছে কোনো ব্যানারে তা আমার জানা নেই। আমরা গত ১৯ জুলাই ২০১৮ ৪১ সদস্যের একটি কার্যকরী কমিটি ও সাত সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। যা স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানান, আমরা ক্ষতিগস্ত গ্রামবাসী কোনো পথে যাচ্ছি। আসলে সমন্বয় কমিটিতে হচ্ছেটা কী বুঝে উঠতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়লা

১০ ফেব্রুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ