ট্রাক বসতঘরে, ঘুমন্ত যুবক নিহত
পাবনার চাটমোহর উপজেলায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ঘরে ঢুকে গেছে। এ সময় ওই ট্রাকটির নিচে চাপা পড়ে লিটন আলী নামে (২৫) এক
যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) রনজিত কুমার রায়ের বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন যশোর বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দহাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব তরফদার। লিখিত বক্তব্যে বলা হয়, এমপি নির্বাচিত হওয়ার পর ১০ বছরে কীভাবে তিনি আকাশছোঁয়া সম্পদের মালিক হলেন? নিজে পাজেরো গাড়িতে চলেন, যার মূল্য এক কোটি টাকা। দুই ছেলে ও স্ত্রীর ব্যবহৃত তিনটি গাড়ির মূল্য ৯০ লাখ টাকা। এছাড়া স্ত্রীর নামে ১০টি ট্রাক-কাভার্ডভ্যান আছে, যার মূল্য পাঁচ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।