Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার ৪ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১৪ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার চার আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জ আমলি আদালত-২ এর বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ন কবির রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আসামীরা হলেন, কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে ইউপি সদস্য ফজলু গাজী, একই গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে আব্দুল হামিদ, কালিকাপুর গ্রামের মৃত হাজির উদ্দীনের ছেলে রাজবুল হোসেন ও কৃষ্ণনগর গ্রামের চিত্ত ঘোষের ছেলে মন্টু ঘোষ।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ রাজিব হোসেন জানান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার এজাহার নামীয় চার আসামীকে আজ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আমলি আদালত-২ এর বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, এ মামলায় এ পর্যন্ত মোট ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামী আব্দুল জলিল গাইন গত ১৫ সেপ্টেম্বর রাতে গণপিটুনিতে নিহত হয়। এর আগে অপর তিন আসামী মোজাফফর হোসেন, খোকন ঢালী ও রনজিত মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করায় তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর রাতে কৃষ্ণনগর বাজারের যুবলীগ অফিসে বসে থাকাকালীন চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনকে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে একই ইউপি’র তিন নম্বার ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন তরুণ লীগ সভাপতি আদুল জলিল গাইনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা মামলা

২৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ