Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬, ২১ শাওয়াল ১৪৪০ হিজরী।

অভিমানে অবসর ভাবনায় ম্যাথুস!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপে একটি ম্যাচও জেতেনি শ্রীলঙ্কা। বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। আসরের ৫ বারের চ্যাম্পিয়নদের এমন ব্যর্থতার দায়ে দেশটির ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। বিষয়টি ঠিক মেনে নিতে পারছেন না এই অলরাউন্ডার। বলছেন, এশিয়া কাপে দলের ব্যর্থতার জন্য তাকে ‘নিশানা’ বানানো হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্ত মানতে পারছেন না ম্যাথুস। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার কাছে পাঠানো আবেগঘন এক চিঠিতে ম্যাথুস লিখেছেন, ‘আমি খুবই অবাক হয়েছি এমন সিদ্ধান্তে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে আমাকে “নিশানা” বানানো হয়েছে।’
সিদ্ধান্ত মেনে নিলেও পুরো দলের ব্যর্থতার দায়ভার শুধু নিজের কাঁধে নিতে নারাজ ম্যাথুস, ‘আমি দায় নিতে প্রস্তুত, তবে শুধু আমার ওপর দায় চাপালে সেটি বিশ্বাসঘাতকতা এবং আমাকে সরানোর চেষ্টা বলেই মনে হয়। আপনি জানেন, নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই হারের পর শুধু অধিনায়ককে দায়ী করাটা উচিত নয়। তবে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা মাথা পেতে নিচ্ছি।’
ফের অধিনায়কত্ব হারানোয় অভিমানে অবসরের আভাসও দিয়েছেন এই অলরাউন্ডার, ‘নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ যদি মনে করেন আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মতো ফিট নই এবং দলে জায়গা পাওয়ার মতো যোগ্য নই, তাহলে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেব। কারণ আমি দলের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

১১ নভেম্বর, ২০১৮
৮ অক্টোবর, ২০১৮
২৯ সেপ্টেম্বর, ২০১৮
২৯ সেপ্টেম্বর, ২০১৮
২৮ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন