Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কেন্টাইল ব্যাংক-অ্যারাবিয়ান এক্সচেঞ্জ কোম্পানীর চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং অ্যারাবিয়ান এক্সচেঞ্জ কোম্পানীর মধ্যে গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান এবং অ্যারাবিয়ান এক্সচেঞ্জ কোম্পানীর ম্যানেজিং পার্টনার ও দোহা ব্যাংক, কাতারের সাবেক প্রধান নির্বাহী মাকবুল হাবিব খালফান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে অ্যারাবিয়ান এক্সচেঞ্জ কোম্পানীর মাধ্যমে কাতারপ্রবাসী বাংলাদেশীদের প্রেরিত অর্থ মার্কেন্টাইল ব্যাংকের যে কোন শাখায় গ্রাহকের হিসাবে জমার পাশাপাশি সরাসরি পিন কোডের মাধ্যমে রেমিটেন্সগ্রহণ সেবাও অন্তর্ভুক্ত হল। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী, এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান শামীম আহমেদ এবং অ্যারাবিয়ান এক্সচেঞ্জ কোম্পানীর মহাব্যবস্থাপক মো. নুরুল কবির চৌধুরীসহ মার্কেন্টাইল ব্যংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ