Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটের হরিপুরে সংঘর্ষে আহত শতাধিক

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় বালিপাড়া ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

সূত্র জানায়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুই পক্ষের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে তা গ্রামপর্যায়ে চলে যায়। এসময় উভয় গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হরিপুর বাজারে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুই পক্ষে আহতদের মধ্যে ওলি উল্লাহ,সাইদুর রহমান, রইছ উদ্দিন, জাকারিয়া, মনির হোসেন, আলী আহসান, ফিরুজ মিয়া, আসাদ আহমদ, আল-আমিন, লোকমান, হিফজু মিয়া, জামিল হায়দ, আজিজুর রহমান, হুমায়ুন কবির, আরিফ, হান্নান মিয়া, জমসেদ আলী, মামুন মিয়া, ইনুছ আলী, লোকমান মিয়াসহ প্রায় শতাধিক লোক আহত হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ