Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অগ্রণী ও রূপালী ব্যাংকের সাথে অর্থ বিভাগের সমঝোতা স্মারক

গৃহ নির্মাণ ঋণ

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে প্রত্যাশিত ‘সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত মঙ্গলবার প্রথম পর্যায়ে অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের অর্থ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি) ড. মো. জাফর উদ্দিন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জাফর উদ্দীন ও রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান আরেকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ