Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

প্রশ্ন: মুসাফির যদি দুই রকাত ফরযের স্থলে চার রাকাত পড়ে ফেলে, তাহলে কী হবে?
উঃ যদি ভুলবশতঃ পড়ে, তাহলে নামায শেষে সিজদায়ে সাহু করলে দুই রাকাত ফরয আর দুই রাকাত নফল হিাসবে গণ্য হবে। আর যদি ইচ্ছকৃতভাবে পড়ে, তাহলে নিঃসন্দেহে গোনাহগার হবে।
প্রশ্ন: মুসাফির ইমামের পেছনে মুকীম (মুকতাদী) কিভাবে নামায পড়বে?
উঃ মুসাফির ইমাম তার দুই রাকাত শেষ করে সালাম ফিরাবে। মুকতাদী সালাম না ফিরিয়ে অবশিষ্ট দুই রাকাত নামায কেরাত ছাড়া আদায় করবে।
প্রশ্ন: মুকীম কাযা নামাযের বেলায় মুসাফিরের ইকতিদা করতে পারবে কি?
উঃ হ্যাঁ, পারবে। তবে মুসাফির ওয়াক্ত চলে যাওয়ার পর মুকীমের পেছনে চার রাকাত বিশিষ্ট নামায আদায় করতে পারবে না। কারণ, ওয়াক্তের মধ্যে জামাআতের নামায পড়লে জামাআতে নামায পড়লে মুসাফিরের ওপর চার রাকাত পড়াই ফরয। ওয়াক্ত চলে যাওয়ার পর দুই রাকাতই পড়তে হবে।
প্রশ্ন: কোনো স্থানে যাওয়ার যদি দু’টি রাস্তা থাকে, একটিতে গেলে ৪৮ মাইল সফর হয়, আর অপরটিতে গেলে সফর হয় ৪৮ মাইলের কম, এরূপ স্থানের জন্যে কোন হুকুম?
উঃ ৪৮ মাইলের পথে গেলে মুসাফিরের হুকুম, আর ৪৮ মাইলের কম পথে গেলে মুকীমের হুকুম প্রযোজ্য হবে।
প্রশ্ন: এক লোকের কপালে জখম বা ফোড়া কিন্তু নাক সুস্থ-স্বাভাবিক, সে কিভাবে সিজদাহ করবে?
উঃ তাকে শুধু নাক ব্যবহার করে সিজদাহ আদায় করতে হবে।
প্রশ্ন: এক লোক দাঁড়াতে পারে কিন্তু রুকু সিজদাহ করতে অপারগ। সে কী করবে?
উঃ রুকু সিজদাহ করতে অপারগ রোগীর জন্যে দাঁড়ানোর চেয়ে বসে ইশারায় নামায আদায় করা উত্তম। (দুররে মুখতার) -মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ