Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে ডাকাতদের বন্দুকযুদ্ধে একজন নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৬ এএম

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে দু’দল ডাকাত বাহিনীর গোলাগুলিতে শফি উদ্দীন ওরফে মিনি (৪৭) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। সাবেক পুর্ববাংলা কমিউনিষ্ট (জনযুদ্ধ) পার্টির সদস্য শফি উদ্দীন মিনি চোরকোল গ্রামের সুবারেক আলী মোল্লার ছেলে। বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা কাজী বায়োজিদ জানান, ডাকাতদের মধ্যে টাকা ভাগাভাগীর ঘটনা নিয়ে শুক্রবার দিনগত রাত দুইটার দিকে হাওনঘাটা নামকস্থানে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। রাতেই আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করি। শনিবার সকালে পরিবারের সদস্যরা লাশটি চোরকোল গ্রামের শফির বলে সনাক্ত করে। তিনি আরো জানান, নিহত শফির বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। পুলিশের একটি সুত্র জানায়, নিহত শফি উদ্দীন ওরফে মিনি এক সময় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা ও পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির ক্যাডার ছিল। পুলিশী তৎপরতায় চরমপন্থি সংগঠনগুলো কোনঠাসা হয়ে পড়লে শফি এলাকায় ডাকাত বাহিনী গড়ে তোলে। বংকিরা, ভুলটিয়া, খাড়াগোদা, জীবনা, আসাননগর, গোবিন্দপুর ও বাজারগোপালপুরসহ আশপাশ এলাকায় একাধিক ডাকাতির ঘটনর সাথে শফি জড়িত বলে পুলিশ জানায়। প্রাপ্ত তথ্যমতে বংকিরার হাওনঘাটায় ২০১২ সালের ১১ ফেব্রয়ারী বিল সেচে মাছ ধরার সময় বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুতের উপর বোমা হামলা ও গত ১৮ আগষ্ট সেনা সদস্য সাইফুল হত্যার সাথে বন্দুকযুদ্ধে নিহত শফি জড়িত ছিল। পুলিশ জানায়, ২০০৪ সালে বন্দুকযুদ্ধে নিহত সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বোমা নজরুলের স্ত্রীকে বিয়ে করে শফি। নিহত শফির পিতা সুবারেক আলী মোল্লা জানান, গত মঙ্গলবার চুয়াডাঙ্গার আদালতে মামলার হাজিরা দিয়ে জীবননগর উপজেলার রায়পুর গ্রামের শ্বশুরবাড়ি যায় শফি। বাড়ি ফেরার সময় কোটচাঁদপুরের দয়ারামপুর গ্রামের মাঠ থেকে কে বা করা শফিকে ধরে নিয়ে যায়। এরপর থেকেই তাকে খুজে পাওয়া যাচ্ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ