Inqilab Logo

ঢাকা রোববার, ২৪ জানুয়ারি ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

১৫তম জাতীয় দূরপাল্লার সাতার প্রতিযোগিতা-২০১৮ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল সকালে শীতলক্ষ্যা নদীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম উপস্থিত থেকে সাতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতার প্রতিযোগিতাটি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাঁট থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাঁটে এসে শেষ হয়। উক্ত সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মোঃ পলাশ চৌধুরী, ১ ঘন্টা ৩৩ মিনিট সময় নিয়ে প্রথম ও এম মনিরুল ইসলাম, ১ ঘন্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার মোঃ হিমেল মিয়া ১ ঘন্টা ৩৩ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়া মেয়েদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোছাঃ সোনিয়া আক্তার টুম্পা ১ ঘন্টা ৪৬ মিনিট সময় নিয়ে প্রথম এবং মোছাঃ লাকী আক্তার লিমা ১ ঘন্টা ৪৮ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ