Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৮, ৯:১৯ পিএম | আপডেট : ১২:২৯ এএম, ৬ অক্টোবর, ২০১৮

সিরিয়ায় নির্বাচনের না হওয়া পর্যন্ত সেখান থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার ইস্তাম্বুলের টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেয়া এক বক্তৃতায় এ সিদ্ধান্ত জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। তিনি বলেন, যখন সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা চলে যাব।
আল জাজিরার খবরে বলা হয়, ২০১৬ সালের আগস্ট মাসে সিরিয়ায় সৈন্য পাঠায় তুরস্ক। সীমান্ত থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। তখন থেকে সিরিয়ায় বেশ কিছু অঞ্চল তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। এরমধ্যে এ বছরের প্রথমে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটি। বর্তমানে, সিরিয়ার অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত তুরস্ক সেখানে অবস্থান করবে বলে জানানো হয়েছে। সূত্র : আনাদুলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ