Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ৩:২৫ পিএম
কিশোরগঞ্জ-নিকলী সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ (৫০)।
 
শনিবার সকাল সাড়ে ৭টায় কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের নোয়াবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ কিশোরগঞ্জ থেকে সিএনজিযোগে নিকলী যাওয়ার পথে নোয়াবাড়িয়া এলাকায় সিএনজি উল্টে গেলে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
 
পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। দূর্ঘটনায় তিনি বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।
 
পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নোভা নামের পাঁচ বছরবয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। নোভা ফুলবাড়িয়া এলাকায় শরীফ মিয়ার মেয়ে।
 
নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মৃত মাওলানা শাহ মোহাম্মদ হামিদ উল্লাহর ছেলে। তিনি দুই পুত্র সন্তানের জনক।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরগঞ্জে

১৭ নভেম্বর, ২০১৬
১৫ অক্টোবর, ২০১৬
১৩ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ