Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাপের শাস্তি পাবে বিজেপি : মনীশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। বর্ষীয়ান কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি রবিবার বলেছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনই হবে বিজেপির পতনের শুরু। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে কংগ্রেসের স্বপ্নের মহাজোট গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে যে কথাগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাও নাকচ করে দেন তিনি। তাঁর কথায়, এখনও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়নি। দলের একটি সভায় উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনই হবে বিজেপির পতনের শুরু”। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলই বিজেপি বিরোধী মহাজোট গড়ার প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। রাজ্য রাজনীতিতে দুই দলের কী সম্পর্ক, কেন্দ্রীয় নির্বাচনের জন্য জোট করার সময় সেইসব মাথায় রাখা হবে না বলেও জানান মনীশ তিওয়ারি। “রাজ্য এবং কেন্দ্রে লড়াইয়ের মধ্যে পার্থক্য আছে। তাই অগ্রাধিকাগুলোও বদলে বদলে যায়”, বলেন তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ