Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০৪৪ সাল পর্যন্ত ভারত শাসন করবে বিজেপি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

২০৪৪ সাল পর্যন্ত বিজেপিকে কেউ হটাতে পারবে না। তবে এই ভিত মজবুত করার জন্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভ এবং নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া আবশ্যক। এমনটাই মনে করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। রোববার এক কর্মী সম্মেলনে দলের এই ধরনের বক্তব্যের মাধ্যমেই কর্মীদের উজ্জীবিত করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে বঙ্গ বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির দুই সদস্য মুকুল রায় এবং জয় বন্দ্যোপাধ্যায়। সে সময়ই এমন মন্তব্য করেন ওই বিজেপি সদস্য। কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন পাবে। এর জন্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়ে মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে। একই সঙ্গে তিনি আরও বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে আগামী ২৫ বছরে আমাদের আর কোনও প্রতিদ্ব›দ্বী ভারতে থাকবে না। ২০১৯ সালে সপ্তদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে জেতার কথা বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ