Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিকেকের সঙ্গে কোনো ধরনের দরকষাকষিতে যাবে না তুরস্ক

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের বিরুদ্ধে লড়াইয়ের তীব্রতা আরো বৃদ্ধি করা হবে বলে কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে জানিয়েছে। কারণ তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সংগঠনটির নেতা সেমিল বায়িক গত সোমবার বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যুদ্ধটা আরো সঙ্গিন করে তুলছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কুর্দিরা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করার চেষ্টা অব্যাহত রাখবে। যতক্ষণ পর্যন্ত তুরস্কের মনোভাব এমন থাকবে, যুদ্ধের মাত্রা ততই বৃদ্ধি পাবে। স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় সরকারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পিকেকে পুরোপুরি প্রস্তুত। এদিকে এরদোগানের একজন সহকারী জানান, পিকেকের সঙ্গে কোনো ধরনের দরকষাকষিতে যাবে না তুরস্ক। এরদোগানের উপদেষ্টা লিনুর সেভিক বলেন, পিকেকে তুরস্কে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র সৃষ্টির চেষ্টা করছে; এবং এই মুহূর্তে তাদের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই। তবে কুর্দি নেতা বায়িক বলেন, তারা তুরস্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছেন না। তিনি বলেন, আমরা তুরস্ককে ভাগ করতে চাই না। আমরা তুরস্কের সীমান্তে নিজেদের ভূমিতে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। তিনি আরো বলেন, তুরস্কের একগুঁয়েমির কারণে পিকেকে লড়াইয়ের তীব্রতা শুধু কুর্দিস্তানেই নয়, পুরো তুরস্কে বৃদ্ধি পাবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিকেকের সঙ্গে কোনো ধরনের দরকষাকষিতে যাবে না তুরস্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ