Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আয়ে ও প্রশংসায় এগিয়ে ‘আন্ধাধুন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

গত শুক্রবার বলিউডে নির্মিত ‘লাভযাত্রী’, ‘আন্ধাধুন’ এবং ‘লুপ্ত’ চলচ্চিত্র তিনটি মুক্তি পেয়েছে। এর মধ্যে আয়ে প্রথমে এগিয়ে ছিল ‘লাভযাত্রী’ দ্বিতীয় দিনেই এর আয় পড়ে যায় । ফিল্মটি নিয়ে যতটা আলোচনা হয়েছে ততটা দর্শক টানতে পারেনি। পাশাপাশি ‘আন্ধাধুন’ প্রথম দিনে আয়ে পিছিয়ে থাকলেও প্রশংসিত হয়েছে এবং সপ্তাহান্ত পর্যন্ত প্রথমোল্লিখিত ফিল্মটি থেকে কয়েকগুণ আয় করেছে। থ্রিলার ফিল্ম ‘আন্ধাধুন’ পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাধিকা আপ্তে, টাবু, অনিল ধাওয়ান, জাকির হুসেন, অশ্বিনী কালসেকার, মানব বিজ এবং ছাইয়া কদম। শুক্রবার ফিল্মটির আয় ২.৭ কোটি রুপি। সপ্তাহান্ত পর্যন্ত আয় ১৫ কোটি রুপি। সোমবার ফিল্মটির আয় ৩.৪ কোটি রুপি। কাহিনী ও নির্মাণে চমক আছে। সালমান খান প্রযোজিত এবং অভিরাজ কে. মিনাওয়াল পরিচালিত রোমান্স ড্রামা ‘লাভযাত্রী’তে অভিনয় করেছেন আয়ুশ শর্মা, ওয়ারিনা হুসেন, রাম কাপুর, রোনিত রায়, প্রাচী শাহ এবং অতিথি ভূমিকায় আরবাজ খান আর সোহেল খান। ২.৮ কোটি রুপিতে যাত্রা শুরু করে চলচ্চিত্রটি সপ্তাহান্তে আয় করেছে ৬.৮৫ কোটি রুপি। সোমবার ফিল্মটির আয় ১.০৫ কোটি রুপি। চিরাচরিত রোমান্স ফিল্মের ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি ফিল্মটি। ‘সুই ধাগা- মেইড ইন ইন্ডিয়া’র সর্বশেষ আয় ৬৭.৩৫ কোটি রুপি, ফিল্মটি সুপারহিট হিসেবে স্বীকৃতি পেয়েছ। ‘স্ত্রী’ আয় ১২৮.১০ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ