Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনোয়ারায় জেলে পরিবারে চাল বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ৮:৫৭ এএম

চট্টগ্রামের আনোয়ারায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারশত ও হাইলধর ইউনিয়নের ১৫৬ পরিবারে এসব চাল বিতরণ করা হয়। এছাড়া শনিবার রায়পুর ও বরুমচড়া ইউনিয়নের ১৫৭৪ পরিবারেও চাল বিতরণ করা হবে। এর আগে গত বুধবার জুঁইদন্ডী ও বারখাইন ইউনিয়নের ২৭০ জেলে পরিবারে চাল বিতরণ করা হয়েছে। ইলিশের প্রজনন সময়ে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য প্রত্যেক জেলে পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফ কার্ডের আওতায় দুই হাজার পরিবারের মাঝে এ চাল বিতরণ করছে মৎস্য বিভাগ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ ইনকিলাবকে জানান,আনোয়ারা উপক‚লে দুই সহস্রাধিক লোক সাগরে মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাল

১১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ