Inqilab Logo

ঢাকা, শনিবার, ২৩ মার্চ ২০১৯, ০৯ চৈত্র ১৪২৫, ১৫ রজব ১৪৪০ হিজরী।

ওয়ানডেতে ফিরলেন কোহলি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি বিরাট কোহলি। এশিয়া কাপেও ছিলেন বিশ্রামে। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ফিরছেন ভারতের এই অধিনায়ক। উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

১৪ সদস্যের দলে কোহলি ছাড়াও দিনেশ কার্তিকের বদলি হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পান্ত। টেস্টে ভালো পারফরম্যান্সের কারণেই প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলেছে বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। চোট কাটিয়ে দলে ফিরেছেন শারদুল ঠাকুর। এছাড়াও দলে আছেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। তবে এই সিরিজে বিশ্রামে থাকছেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ।

আগামী ২১ অক্টোবর প্রথম ওয়ানডের পর ২৪ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয়টি। এরপর ২৭ অক্টোবর তৃতীয়, ২৯ অক্টোবর চতুর্থ এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। এরপর ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

ভারতের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ ও শারদুল ঠাকুর। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোহলি

২৮ ফেব্রুয়ারি, ২০১৯
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন