Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাইক্লিং ফেডারেশনের নামে অভিযোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নামে অভিযোগ উঠেছে। তারা ফেডারেশন কর্মকতা ও বিজেএমসির কোচ মো: আবদুল কুদ্দুসের কাছ থেকে ধারে অর্থ নিয়ে বিদেশে দল পাঠানোর পর অদ্যবধি সেই অর্থ ফেরত দেয়নি। এমন অভিযোগ করেছেন কুদ্দুস নিজেই। গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ফেডারেশনকে সাড়ে তিন লাখ টাকা ধার দিয়েছিলেন কুদ্দুস। কিন্তু প্রায় একবছর কেটে গেলেও এখন সেই অর্থ ফেরত দিচ্ছে না ফেডারেশন।

মালয়েশিয়ার সেই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন সাইক্লিষ্ট ও তিনজন কর্মকর্তা গিয়েছিলেন। কিন্তু তখন পৃষ্ঠপোষক না পাওয়ায় বিজেএমসির ‘মামা’ খ্যাত কুদ্দুসের কাছেই ধর্না দেন সাইক্লিং ফেডারেশন কর্মকর্তারা। বেøজার, ট্র্যাকসুট, স্যু এবং বিমান ভাড়া বাবদ অর্থ নিজের গাঁট থেকে দেন কুদ্দুস। এ প্রসঙ্গে কুদ্দুস বলেন,‘স্পন্সর না পাওয়ায় আমাকেই অর্থ খরচ করতে বলেন কর্মকর্তারা। ফেডারেশনের তৎকালীন সভাপতি মিজানুর রহমান মানুর সম্মতিতেই আমি অর্থ খরচ করেছিলাম। এমনকি মালয়েশিয়ায় যাওয়ার পর সেখানে ১৪০০ ডলার হোটেল ভাড়াও দিতে পারেননি কর্মকর্তারা। আমি নিজের পকেট থেকে সেই অর্থ খরচ করেছি। শুধু তাই নয়, ঢাকায় আসার পর সাইক্লিষ্টদের বিমান বন্দর থেকে বাড়ি যাওয়ার খরচ পর্যন্ত আমি দিয়েছি। অথচ বিভিন্ন খাতে খরচ করা সেই সাড়ে তিন লাখ টাকা এখন ফেরাত দিতে চাচ্ছেন না কর্মকর্তারা। তারা টালবাহানা করছেন।’ তিনি আরো বলেন, ‘আমি বিজেএমসিকে জাতীয় সাইক্লিংয়ে ১৯ বার চ্যাম্পিয়ন করিয়েছি। সেই সূত্রে সাইক্লিংয়ের প্রতি আমার একটি টান রয়েছে। সেই টান থেকেই ফেডারেশনকে অর্থ ধার দিয়েছিলাম। কিন্তু তা ফেরত পাবো না জানতাম না।’
বিষয়টি অস্বীকার করেছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক পারভেজ হাসান। তিনি বলেন, ‘উনি (কুদ্দুস) নিজের ইচ্ছাতেই খরচ করেছেন। আমরা বলিনি।’ কেন বিদেশে দল পাঠানোর জন্য একজন ব্যক্তি এত টাকা নিজের গাঁট থেকে দেবেন? এমন প্রশ্নের উত্তরে পারভেজ বলেন, ‘অর্থ না থাকলে আমরা যেতাম না মালয়েশিয়ায়। নিজের ইচ্ছাতে অর্থ খরচ করে এখন টাকা চাইছেন কুদ্দুস।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ