Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাগাম ভারতের হাতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারায় ভারত। দ্বিতীয় টেস্টের লাগামও দুই দিনেই দখলে নিয়েছে ভারত। ক্যারিবীয়দের ৩১১ রানে গুটিয়ে ৪ উইকেটে ৩০৮ রান তুলে দিন শেষ করেছে বিরাট কোহলির দল।

প্রতিপক্ষ অধিনায়ক কোহলিকে তুলে নিয়ে আশার একটা ক্ষীণ সলতে জ্বালিয়েছিলেন দলপতি জেসন হোল্ডার। সেটা দ্বিতীয় সেশনের গল্প। কিন্তু পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে সেই আশা ধোঁয়াশায় পরিণত করেন আজিঙ্কে রাহানে ও ঋষব পন্ত। দুজনেই ছুঁটছেন তিন অঙ্কের দিকে। ৮৫ রানে ব্যাট করছেন পন্ত, ৭৫ রানে অপেক্ষাকৃত শান্ত রাহানে।

এর আগে ভারতীয় ইনিংসকে পথে রাখেন আগের ম্যাচেই অভিষেক হওয়া পৃথ্বী শ। দলীয় ৬১ রানে লোকেশ রাহুল আউট হন ৪ রান করে। উনবিংশ ওভারে দলীয় ৯৮ রানে ১৮ বছর বয়সী পৃথ্বী আউট হন ৫৩ বলে ১১ চার ও ১ ছয়ে ৭০ রান করে। চার রানের ব্যবধানে ফেরেন পুজারাও। চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি ভেঙে কোহলিকে (৪৫) ফেরান হোল্ডার। শেষ সেশনে কোন উইকেটই নিতে পারেনি সফরকারীরা।

হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন সকালে হাতের ৩ উইকেট নিয়ে মাত্র ১৬ রান যোগ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝে প্রয়োজনীয় ২ রান নিয়ে ক্যারিয়ারের চতুর্শ শতক পেয়ে যান রস্টন চেইজ। উমেশ যাবদের বলে আউট হন বোল্ড হয়ে। দিনের বাকি দুই উইকেটও উমেশের। সব মিলে ইনিংস ৮৮ রানে ৬ উইকেট নিলেন এই ডানহাতি পেসার।

হায়দরাবাদ টেস্ট
উইন্ডিজ ১ম ইনিংস : ১০১.১ ওভারে ৩১১ (চেইজ ১০৬, হোল্ডার ৫২; যাদব ৬/৮৮, কুলদীপ ৩/৮৫)। ভারত ১ম ইনিংস : ৮১ ওভারে ৩০৮/৪ (রাহুল ০, পৃথ্বী ৭০, পুজারা ১০, কোহলি ৪৫, রাহানে ৭৫, পন্ত ৮৫; গ্যাব্রিয়েল ১/৭৩, হোল্ডার ২/৪৫, ওয়ারিকান ১/৭৬)। *দ্বিতীয় দিন শেষে

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ