Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতকে হারিয়ে কিশোরীদের ইতিহাস

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। আগেরবার ড্র করে সন্তুষ্ট থাকলেও এবার ভারতের বিপক্ষে ঠিকই জয় ছিনিয়ে আনলো লাল-সবুজরা। গতকাল তাজিকিস্তানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ মহিলা দল ৩-১ গোলে হারায় ভারতকে। বিজয়ী দলের তহুরা দু’টি ও মারিয়া একটি গোল করেন। এটাই ভারতের যে কোন বয়য়ী মহিলা দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সর্বশেষ গেল বছর নেপালে অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে ভারতের অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের মেয়েরা। তখন বাংলাদেশ দলের কৃতি ফরোয়ার্ড সানজিদা খাতুন থাকলেও এবার তিনি দলে নেই। বয়স বাড়ার কারণে এই টুর্নামেন্টে খেলতে পারছেন না সানজিদা। তাতে কি। কলসিন্দুরের আটজন এবং জাতীয় দলের আটজন রয়েছে বর্তমান দলে। এই শক্তি নিয়ে এবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে উজবেকিস্তানে গেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। মেয়েদের উপর আস্থার সেই প্রতিদানও দিয়েছে মার্জিয়ারা। ম্যাচের ৩৪ ও ৪৭ মিনিটে দু’টি গোল করেন শেখ তহুরা। আর ৪২ মিনিটে আরেকটি গোল করেন শামসুন নাহার মারিয়া। তবে ম্যাচের ৪৯ মিনিটে ভারতের সুম্মিতা এক গোল শোধ দেন। ২৮ এপ্রিল নেপালের সঙ্গে বি-গ্রæপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতকে হারিয়ে কিশোরীদের ইতিহাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ