ফতুল্লায় নবজাতকের মৃতদেহ উদ্ধার
সদর উপজেলার ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮জানুয়ারী)বেলা বারোটার দিকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া
রাজধানীর ডেমরায় মো. আরজু নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা। মঙ্গলবার দিনগত রাতে ডেমরার পশ্চিম হাজীনগর ওয়াহিদুল কাজীরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আরজু ওই বাড়ির ভাড়াটিয়া মো. ফারুকের ছেলে। বুধবার সকালে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই বজলু জানান, ইয়াবা-ফেনসিডিলসহ বিভিন্ন নেশায় আসক্ত আরজুকে আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। আরজু মাদকের টাকার জন্য তার পরিবারে নানা অশান্তি সৃষ্টিসহ সবাইকে মারধর শুরু করে। এ বিষয়ে গত বছর তার মা জহুরা বেগম আদালতে মামলা করেন।
আরজু সময়মতো আদালতে হাজিরা না দেয়ায় আদালত গত ১০ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই নির্দেশে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।