Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্বার খুললেও ঢুকতে পারেননি নারীরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ভারতে কেরালার বিখ্যাত শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট তুলে দেওয়ার পরও সেখানে ঢুকতে পারেননি নারীরা। বিক্ষুব্ধ হিন্দু ভক্তরা তাদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে এক বৃদ্ধাসহ কয়েকজন আহতও হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় কড়া পুলিশ পাহারা ছিল এলাকায়। কিন্তু ‘শবরীমালা মন্দির বাঁচাও’ আন্দোলনে নামা বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। বুধবার থেকেই শবরীমালা মন্দিরের দরজা খুললেও শুরু থেকেই প্রস্তুতি নিয়ে ছিল বিক্ষোভকারীরা। তাদের মধ্যে ছিল বহু নারীও। তারা বিক্ষোভমিছিলে যোগ দেয়, রাস্তা অবরোধ করে এমনকি যানবাহনগুলোতে ১০ থেকে ৫০ বছর বয়সী নারী আছে কিনা তা তল্লাশি করে। আটকানো হয় নারী সাংবাদিকদেরও। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ