ইসলাহী জোড়ে আল্লামা জুনাইদ বাবুনগরী বক্তব্য দেবেন আজ
আজ বৃহস্পতিবার বাদ যোহর ডেমরা থানার সাইনবোর্ডস্থ মাদরাসা জামিয়াতু ইব্রাহীম মাহমুদনগরে ঐতিহাসিক ইসলাহী জোড়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লাম জনাইদ বাবুনগরী।
শেখ রাসেল-এর ৫৪তম জন্ম বার্ষিকী দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহিতে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রধান অতিথি থেকে শিশুদের নিয়ে কেক কাটেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সহসভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, জেলা সমাজসেবা উপ-পরিচালক জুলফিকার হায়দার, অতিরিক্ত উপপরিচালক ড. আব্দুল্লাহ আল ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রাজশাহীর প্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।