Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন’

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রামের আনোয়ারায় পৃথকভাবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ভ‚মি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে গিয়ে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় রাখতে সনাতন ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানান। বিভিন্ন মন্ডপে গিয়ে মতবিনিময়কালে ভ‚মি প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন তিনি। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন ভ‚মি প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আ.লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা। অপরদিকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে ওয়াসিকা আয়শা খান বলেন,সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ। একটি মহল দেশের এই সুনাম নষ্ট করার জন্য নতুন খেলায় মেতে উঠেছে। কিন্তু সরকার এসব বিষয়ে সচেতন ও সতর্ক রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আগামী নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আ.লীগ নেতা আবুল বশর,এডভোকেট চন্দন বিশ্বাস,নাজিম উদ্দিন সুজন, স্বপন ধরসহ স্থানীয় নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ