Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম ওয়ানডেতে অনিশ্চিত রুবেল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপ থেকে ফেরার পর অন্য ক্রিকেটারদের মতো বিশ্রামে ছিলেন রুবেল হোসেন। ১৫ অক্টোবর থেকে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্প শুরুর দুদিন আগে রুবেল স্বেচ্ছায় মাঠে ফিরেছিলেন। জিমে ঘাম ঝরানোর পর একাডমী মাঠে বোলিংও করেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের এ পেসার। জ্বর ও টনসিলের ব্যথায় আবারো বিশ্রামে যেতে হয় তাকে। পাঁচদিন বিশ্রামের পর কিছুটা সুস্থ হলেও ম্যাচ ফিটনেস না পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত ডানহাতি এই পেসার। গতকাল নিজের বর্তমান অবস্থা জানিয়ে রুবেল নিজেই বলেছেন, ‘এই মুহূর্তে ভালো আছি। যদিও শরীর বেশ দুর্বল।’ পাশাপাশি জানালেন, আজই দলের সঙ্গে যোগ দেবেন রুবেল। অনুশীলন করবেন পুরোদমে। তবে আগামীকালের প্রথম ম্যাচে খেলবেন কি না, তা নিশ্চিত নয় রুবেল নিজেও, ‘খেলতে পারবো কি না, তা এখনো নিশ্চিত নই। কাল (আজ) অনুশীলনে যোগ দেওয়ার পর বোঝা যাবে। তবে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছি।’
রুবেল ছাড়াও স্কোয়াডে আছে আরো চার পেসার। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ রয়েছেন মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিন। পেস বোলিং করেন আরিফুল হকও। তাই রুবেলের অনুপস্থিতি নিয়ে অতটা মাথা ঘামাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে রুবেল খেলবেন না, এমন আভাস পাওয়া গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কন্ঠেও, ‘এই মুহূর্তে রুবেল অনেকটাই সুস্থ। তবে ও (রুবেল) খেলতে না পারলেও সমস্যা নেই। আমরাও চাই ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক। আমাদের হাতে অপশন আছে। আমরা অন্য কাউকে খেলাতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ