Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুয়া ডাক্তার গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নিজেকে ডাক্তার বলে মিথ্যা পরিচয়ে যৌন রোগের চিকিৎসার সুযোগ নিয়ে রোগীর অশ্লীল ছবি তুলে ব্লাকমেইল করা একজন প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার ক্রাইম বিভাগ।
গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর মিরাজেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আশরাফ হোসাইন ওরফে আদনান রিয়াদ (২২)।

ডিএমপি জানায়, গ্রেফতারের সময় রিয়াদের কাছ থেকে একটি স্যামসাং অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।
ডিএমপি জানায়, প্রতারক আশরাফ নিজেকে যৌন রোগের চিকিৎসক বলে মিরাজেরবাগ এলাকায় প্রতারণা করত।

সে যৌন রোগের চিকিৎসার কথা বলে বিভিন্ন মহিলাদের সরলতার সুযোগ নিয়ে অশ্লীল ছবি ধারণপূর্বক ফেসবুক আইডি ‘আদনান রহমান’ এ সেভ করে রাখত। পরবর্তীতে ভিকটিমের সাথে অবৈধ সম্পর্ক করার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করত। ভিকটিমরা তার কথায় রাজি না হলে ভিকটিমদের নামে ফেক ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি পাবলিকভাবে প্রকাশ করে এবং অশ্লীল ছবি দিয়ে ভিডিও তৈরি করে আত্মীয়-স্বজনের কাছে প্রেরণ করবে বলে ভয়ভীতি দেখাতো। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ