Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬, ১৮ শাবান ১৪৪০ হিজরী।

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের গুলিতে জেম আলী (৩০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। নিহত জেম আলী শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আবদুল হামিদের ছেলে।

জানা গেছে, রোববার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে প্রবেশ করলে ভারতের ১৮০ বিএসএফ ব্যাটালিনের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে জেম আলী গুলিবিদ্ধ হলে তার অপর সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৩ এপ্রিল, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ