Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেনীতে ৫ বছরের শিশুর ওপর বর্বরতা, পালক মা আটক

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১১:৫৭ এএম

ফেনীর সদর উপজেলার শর্শদীতে প্রিয়াংকা নামের ৫ বছরের এক শিশুর ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে শিশুটিকে কাঁদতে দেখে জোহরা আক্তার নামে এক নারী তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ শিশুটির পালক মা শাহেলা আকতার শাহিনীকে আটক করেছে।

জোহরা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দি এলাকার পাঠান বাড়ি সংলগ্ন একটি সড়কে শিশুটিকে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে কাঁদতে দেখে তাকে বাড়ি নিয়ে যান। পরে স্বামী জাহাঙ্গীর আলমের পরামর্শে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন তারা। মেয়েটি তার নাম প্রিয়াংকা ও মায়ের নাম শাহিনী (পালক মা) শুধু এ তথ্য দিতে পেরেছে।
বর্তমানে শিশুটি হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেশী জোহরা বেগম আরো জানান, প্রিয়ংকার বাবা-মা নেই। শাহেলা তাকে পালক মেয়ে বললেও তাকে দিয়ে ঘরের কাজকর্ম করাতেন। কারণে-অকারণে শিশুটির ওপর নির্যাতন চালাতেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল হাসান বলেন, শিশুটির শরীরে অসংখ্য পোড়া ক্ষত স্থান রয়েছে।

শাহেলা আকতারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু নির্যাতন

২১ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ