Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইনভেস্টর প্রোটেকশন ইন দি ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে চিটাগাং স্টক এক্সচেঞ্জ এর উদ্যোগে ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০১৮ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে ‘ইনভেস্টর প্রোটেকশন ইন দি ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
ড. সেলিম তার প্রবন্ধে বলেন, বিনিয়োগকারীরা আর্থিক ও পুঁজিবাজারের স্তম্ভ এবং তারাই বাজারের কার্যকলাপের সীমারেখা নির্ধারণ করেন। তিনি বলেন, বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে অর্থযোগান দিয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সম্মেলনে স্টক মার্কেটে মধ্যস্থতাকারী ও উন্নয়ন পেশাজীবিসহ দুই শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ