Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুলিশের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ কমেছে -ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১:০২ পিএম

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসাধারণ মানুষের সঙ্গে পুলিশ সদস্যদের খারাপ আচরণের অভিযোগ কমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, ‘পুলিশ সদস্যদের আচরণ কেমন হবে, সে বিষয়ে আমরা সচেতন। আগে যেভাবে ব্যাপকহারে খারাপ আচরণের অভিযোগ আসতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন শতকরা ৫ ভাগও খারাপ আচরণের অভিযোগ আসে না।’

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সম্প্রতি চেকপোস্টে তল্লাশি না করে এক নারীর সঙ্গে বিরূপ ও খারাপ আচরণের ভিডিও ভাইরাল হবার পর পুলিশের আচরণগত উন্নতিতে কেনও ওরিয়েন্টশন আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘গভীর রাতে চেকপোস্টে এক নারী সিএনজি যাত্রীকে পুলিশের তল্লাশিকালে খারাপ আচরণের ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যে এই ভিডিওটি আপলোড করেছেন তিনিও পুলিশ সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতা উনার নেই।’

কমিশনার বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তে ৪৮ ঘণ্টার সময় দিয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর দায়-দায়িত্ব নির্ধারণ করে, যারা ওই নারীর সঙ্গে খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে যে কোনও পুলিশ সদস্য কোনও নাগরিকের সঙ্গে পেশাদার আচরণের বাইরে কিংবা খারাপ আচরণ করলে, পুলিশের বিষয়ে নেতিবাচক প্রভাব তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কমিশনার বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে খারাপ আচরণের হার কমিয়ে এনেছি। আমরা শুধু মোটিভেশন কিংবা প্রশিক্ষণই দেই না, যে সব পুলিশ সদস্য অপেশাদার আচরণ করেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থাও গ্রহণ করি।’

নগরীর নিরাপত্তায় বিভিন্ন স্থানে চেকপোস্ট রয়েছে। সেখানে খারাপ আচরণ ও হয়রানির করার বিষয়ে অভিযোগ আসে। তাদের ব্যবহার পরিবর্তনে কোনও উদ্যোগ রয়েছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, আগে প্রায় প্রতিদিনই অভিযোগ পেতাম। আমাদের মোটিভেশন আছে বলেই তা কমে আসছে। অনেক পরিবর্তন এসেছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি, জনগণের সেবক। জনগণের উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আইন প্রয়োগে হবো কঠোর কিন্তু আচরণে হবো কোমল। আমাদের আচরণ কেমন হবে তার প্রশিক্ষণ ধারাবাহিকভাবে দেয়া হচ্ছে। আগামীতেও দেয়া হবে। পুলিশ যাতে পেশাদার আচরণ করে সেজন্য নজরদারি রয়েছে। এরপরেও যদি কেউ খারাপ আচরণ করে তবে তার দায়-দায়িত্ব তার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন, মীর রেজাউল আলম ও ডিসি মাসুদুর রহমান।



 

Show all comments
  • Md. Mofazzal Hossain ২৫ অক্টোবর, ২০১৮, ১:৪৩ পিএম says : 0
    Of-course! why not? Where the role of police is to secure the women's when she is alone but at present the police man forcefully blackmailing & harassed the women's at night and published it by online. But no body can claim against him!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএমপি কমিশনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ