Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজকের মধ্যেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ  আজ শুক্রবারের মধ্যেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত এক সপ্তাহ যাবৎ ঢাকাসহ, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকার মানুষ কষ্ট পাওয়ায় দুঃখও প্রকাশ করেন তিনি। গত বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, আপনারা হয়তো জেনে থাকবেন নৌযান ও নৌ পরিবহন শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে তাদের বিভিন্ন দাবি আদায়ে ধর্মঘট করেছে। যার ফলে সারা দেশে নৌ-পথে জ্বালানি তেল সরবরাহ প্রচ- আকারে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজকের মধ্যেই বিদ্যুতের অবস্থা স্বাভাবিক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ