Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মিরে ক্রিকেটকে কেন্দ্র করে তীব্র হচ্ছে স্বাধীনতার দাবি

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্রিকেটকে কেন্দ্র করেই যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে কাশ্মিরের স্বাধীনতার দাবি। ক’দিন আগে সেখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াইকারী এমন এক ব্যক্তির নামে যিনি ভারত সরকারের দৃষ্টিতে বিচ্ছিন্নতাবাদী। কেবল টুর্নামেন্ট নয়, খেলায় অংশ নেয়া দলগুলোও নিজেদের নামকরণ করে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াইকারী বিভিন্ন ব্যক্তির নামে। মাঠে বাজানো হয় কাশ্মিরের স্বাধীনতার দাবিসম্বলিত সঙ্গীত। বিশ্লেষকরা মনে করছেন, এই ক্রিকেটের মাধ্যমেই জোরালো হচ্ছে কাশ্মিরের স্বাধীনতার আন্দোলন। বিগত সপ্তাহখানেক ধরেই উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুরহান লায়ন্স, আবিদ খান কালান্দার্স এবং খালিদ আরিয়ান্স। গত রোববার ট্রালের ওই টুর্নামেন্টে অংশ নেয় এই তিন ক্রিকেট টিম। খেলার প্রতি ভালোবাসার চেয়ে বড় বিষয় হচ্ছে তিনটি টিমেরই নামকরণ করা হয়েছে অভিযুক্ত জঙ্গিদের নামে। হিজবুল মুজাহিদিনে যোগ দিতে ২০১০ সালে ঘর ছাড়েন স্থানীয় এক প্রধান শিক্ষকের পুত্র বুরহান। তার নামেই সেখানকার ক্রিকেটপ্রেমীরা তৈরি করেছেন বুরহান লায়ন্স টিম। এই বুরহান এখন কাশ্মিরি জঙ্গিবাদের এক পরিচিত মুখ। রোববার ট্রলের ওই টুর্নামেন্টের উদ্বোধনীতে বাজানো হয় আজাদি’র গান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুরহান ও খালিদের বাবা মুজাফফর আহমাদ ওয়ানি। তিনি নিজের কনিষ্ঠ পুত্রের নামের টিমের হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দেন। আর খেলা দেখতে স্টেডিয়ামে জড়ো হন হাজারখানেক মানুষ। খবরে বলা হয়, সেনা সদস্যের হাতে এক কিশোরী যৌন নিপীড়নের কথা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে পড়ে কাশ্মিরের তরুণরা। রাজ্যজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ।  দ্য হাফিংটন পোস্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মিরে ক্রিকেটকে কেন্দ্র করে তীব্র হচ্ছে স্বাধীনতার দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ