Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিক্রিতে অটল ওবামা কংগ্রেসের বিরোধিতা

পাকিস্তানের কাছে এফ-১৬

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ মার্কিন জঙ্গি বিমান বিক্রি করার সিদ্ধান্ত নেয়ায় ফের উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতারা। ওবামা প্রশাসনকে সতর্ক করে তারা বলেছেন, এসব জঙ্গি বিমান সন্ত্রাস দমনে ব্যবহার না করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। ওবামা প্রশাসনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন তারা। গত বুধবার কংগ্রেসের শুনানিতে কংগ্রেসম্যান ম্যাট স্যালমন বলেন, কংগ্রেসের অধিকাংশ সদস্যই এই ধরনের সিদ্ধান্ত ও সময় বিবেচনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। এছাড়া ইন্দো-পাক উত্তেজনা তুঙ্গে রয়েছে। তিনি বলেন, পাকিস্তান যতই আশ্বস্ত করুক না কেন  এফ-১৬ সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবহারের পরিবর্তে ভারত বা অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।  ভারত ও শীর্ষ মার্কিন আইনপ্রণেতাদের আপত্তি সত্ত্বেও বর্তমানে পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গি বিমান বিক্রি করার সিদ্ধান্তে অটল রয়েছে ওবামা প্রশাসন। এসব জঙ্গি বিমানের আনুমানিক মূল্য ৭০ কোটি ডলার। এফ-১৬ দিয়ে পাকিস্তানের বিমান বাহিনী রাতের বেলা এবং যে কোন আবহাওয়ায় অভিযান চালাতে পারবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্রিতে অটল ওবামা কংগ্রেসের বিরোধিতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ