সিরিয়ায় প্রবল বর্ষণ ও তুষারপাত : তাঁবু ছাড়লেন ২০ হাজার মানুষ!

প্রবল বর্ষণ, তুষারপাত আর প্রচণ্ড বাতাস সিরিয়ার ইদলিব ও আলেপ্পো প্রদেশের তাঁবু বসতির ২০ হাজার
ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জেইর বলসোনারো দেশটিতে ফিলিস্তিনি দূতাবাস বন্ধের পরিকল্পনা করছেন। বলসোনারো বলেছেন, ফিলিস্তিনি কী একটি দেশ? ফিলিস্তিন কোনও দেশ নয়, তাই আমাদের এখানে তাদের কোনও দূতাবাস থাকা উচিত নয়। জিউশ নিউজ সিন্ডিকেটের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ব্রাজিলে রোববারের নির্বাচনে জয়ী চরম-ডানপন্থি বলসোনারোকে দেশটির ‘ডোনাল্ড ট্রাম্প’ বলা হয়। ফিলিস্তিনিদের নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের সঙ্গে কোনও আলোচনায় বসি না। বলসোনারো বলেছেন, তিনি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে চান এবং নব্বইয়ের দশক থেকেই তিনি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়ার বিরোধী। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।