Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাগরিকত্ব জরিপ নিয়ে উত্তেজনা বাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সন্দেহভাজন ভারতীয় জঙ্গিরা বৃহস্পতিবার স্পর্শকাতর সীমান্তবর্তী রাজ্যে পাঁচজন বাংলাভাষী হিন্দুকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। অবৈধ অভিবাসীদের বাছাইয়ের জন্য যে বিতর্কিত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটলো। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যে ৩৩ মিলিয়ন মানুষের বাস। উপজাতীয় জনগোষ্ঠীসহ এখানকার অধিবাসীদের সাথে সন্দেহভাজন হিন্দু ও মুসলিম অভিবাসীদের সাথে এখানে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছে। এই অভিবাসীরা সেখানকার সম্পদ ও চাকরিতে ভাগ বসাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। গত জুলাইয়ে প্রকাশিত রাজ্যের ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্সের (এনআরসি) খসড়া থেকে চার মিলিয়ন বাংলাভাষী হিন্দু ও মুসলিমদের বাদ দেয়া হয়। শুক্রবার যে পাঁচজনকে হত্যা করা হয়েছে, তারা ভারতের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। আসামের তিনসুকিয়া জেলায় রাস্তার পাশের একটা নিচু জায়গায় তাদেরকে একে একে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এক তরুণ যাকে সেনাবাহিনীর পোষাক পড়া লোকেরা তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু গুলি করার আগেই জ্ঞান হারানোর কারণে তাকে মৃত ভেবে ফেলে যায় ঘাতকরা। ফলে প্রাণে বেঁচে গেছে সে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিকত্ব

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ