Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ এ্যান্ড্রু কিশোরের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোরের জন্মদিন। তবে বরাবরের মতোই জন্মদিন নিয়ে তেমন কোন আয়োজন বা উচ্ছ্বাস প্রকাশ করেন না তিনি। তিনি বলেন, ‘জন্মদিন নিয়ে আমার কখনোই কোন বাড়াবাড়ি রকমের কিছু করা হয়ে উঠেনি। যতটুকু না করলেই নয় ততটুকুই পরিবার থেকে করা হয়। আর এবার যেহেতু আমার শ্বাশুড়ি অসুস্থ, তাই তেমন কিছুই করা হচ্ছেনা। আমার স্ত্রী তার মায়ের সেবা করা নিয়েই ব্যস্ত। তাছাড়া কিছুদিন আগে আমাদের সবার প্রিয় আইয়ূব বাচ্চুও হঠাৎ করেই পরপারে চলে গেছেন। তার এই হঠাৎ চলে যাওয়াটায় পুরো সংস্কৃতি অঙ্গনে এখনো শোকের পরিবেশ বিরাজ করছে। সবাইকে একদিন চলে যেতে হবে, এটা সত্যি। জীবন পরিপূর্ণ হবার আগেই চলে যাওয়াটা মেনে নেওয়ার মতো নয়। তাই জন্মদিনে সবার কাছে আশীর্বাদ কামনা করছি যেন সুস্থ্য থাকি। সুস্থ্য থেকে জীবনটাকে পরিপূর্ণ করেই যেনে যেতে পারি।’ এদিকে সৈয়দ শামসুল হকের লেখা শেষ তিনটি গান আলম খানের সুর সঙ্গীতে গাইছেন এ্যান্ডু কিশোর। এরমধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। গানটি হচ্ছে ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রূমালে’। তবে গানটি কোন প্রযোজনা সংস্থা থেকে প্রকাশ পাবে তা এখনো চুড়ান্ত হয়নি বলে জানান এ্যান্ডু কিশোর। উল্লেখ্য, ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিলো’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর আরো সাতবার এই পুরস্কারে ভূষিত হন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ