Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘এরশাদের শাসনামল ছিল স্বর্ণযুগ’

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় ছাত্র সমাজকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার আহŸান জানিয়ে বক্তারা বলেছেন, পল্লীবন্ধু এরশাদের নয় বছরের শাসনামল ছিল স্বর্ণযুগ। গতকাল রোববার বিকালে নগরীর কান্দিরপাড় টাউন হলে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সম্মেলনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোড়ল জিয়াউর রহমান প্রধান অতিথি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব ইয়াছিন মিজবাহ প্রধান বক্তার বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাতীয় পাটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রশীদ মাহাবুব, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নজরুল ইসলাম বাবর, জাতীয় সেচ্ছাসেবক পাটির কেন্দ্রীয় সদস্য কাউসার আহম্মেদ, কুমিল্লা মহানগর জাতীয় পাটির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট আব্দুল কাদের তাহের, যুগ্ন-আহবায়ক সারওয়ার-ই-আলম মুন্সী।



 

Show all comments
  • মোঃ জামাল হোসেন ৬ নভেম্বর, ২০১৮, ১২:৫৩ এএম says : 0
    প্রথমত এটি সম্মেলন প্রস্তুতি কমিটি, কেন্দ্রীয় আহবায়ক কমিটি না এবং এ কমিটির মেয়াদ শেষ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ