Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ০৩ কার্তিক ১৪২৬, ১৯ সফর ১৪৪১ হিজরী

জয়েন্টের ব্যথার উৎস জন্মেরও আগে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৬:০৬ পিএম

আমাদের শরীরের জয়েন্ট বা অস্থি সন্ধিগুলি বেশ কয়েক দশক ধরে নিখুঁতভাবে কাজ করে৷ কিন্তু এক সময়ে সেগুলি গোলমাল করে এবং শরীরে ব্যথা সৃষ্টি করে। এই ব্যথার উৎস আমাদের জন্মেরও আগে। শরীরে এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা সেই ব্যথার উৎস সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে করা এক গবেষণা থেকে জানা গেছে এ তথ্য৷
গবেষকদের অনুমান, অনেক মানুষের শেষ জীবনে যা ঘটে, তার উৎস জীবনের শুরুতেই খুঁজে পাওয়া যায়৷ এমনকি জন্মেরও আগে, ভ্রূণ অবস্থায়৷ সেই পর্যায়ে শরীরের মৌলিক কাঠামো গড়ার এক কর্মসূচি চালু থাকে৷
ভ্রূণ অবস্থায় আমাদের কঙ্কাল কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে গঠিত থাকে৷ ধীরে ধীরে সেটি হাড়ে পরিণত হয়৷ শুধু জয়েন্টের মতো নির্দিষ্ট কিছু অংশে কার্টিলেজ থেকে যায়৷ সেখানে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়৷ তখন আমরা জন্মানোর পরের অবস্থার জন্য প্রস্তুত হয়ে উঠি৷ একদিকে হাড়গোড়ের স্থিতিশীল কাঠামো, অন্যদিকে কার্টিলেজের পাতলা স্তরের সমন্বয়ে আমরা অসাধারণ ক্ষমতা অর্জন করি৷
কার্টিলেজ অবিশ্বাস্য রকমের স্থিতিশীল৷ কয়েকশ’ কিলোগ্রাম ওজনের চাপ ও চরম অবস্থাতেও তা অক্ষত থাকে৷ কার্টিলেজ তার বিশেষ গঠনের কল্যাণে এমন ক্ষমতা রাখে৷ কার্টিলেজ আসলে নমনীয় এক পদার্থ, যা পানি, শর্করা প্রোটিন ও কয়েকটি স্তরের কোলাজেন তন্তু দিয়ে তৈরি, যেগুলির ঠাস বা ঘন বুনন সেটিকে স্থিতিশীল করে তোলে৷
কার্টিলেজের তন্তুকে সবসময় ভালো অবস্থায় রাখতে হয়৷ কার্টিলেজের কোষগুলিই সেই কাজ করে৷ সেগুলি একা অথবা জোড়ায় জোড়ায় তন্তুর ফাঁপা অংশে থাকে এবং নিরলসভাবে তার নবায়নের কাজ চালিয়ে যায়, পুরানো তন্তু ও প্রোটিন চেন প্রতিস্থাপন করে৷ বেশিরভাগ ক্ষেত্রে অনেক বছর ধরে সেই প্রক্রিয়া ভালোভাবেই চলে৷ তারপর কিছু মানুষের ক্ষেত্রে আগে অথবা পরে অদ্ভুত একটা ঘটনা ঘটে৷ জয়েন্টে সমস্যা দেখা দেয়৷ কোষগুলিই কার্টিলেজের ক্ষতি করতে শুরু করে৷
ভ্রূণ অবস্থার কর্মসূচি আবার চালু করে কোষগুলি কার্টিলেজের মধ্যে গঠনের বদলে ক্ষয় ঘটাতে শুরু করে৷ ফলে শরীরের কিছু কোষের মৃত্যু ঘটে৷ বাকিগুলি কার্টিলেজের কোষে রূপান্তরিত হয়৷ সেগুলি কার্টিলেজকে শক্ত হাড়ে পরিণত করে৷ জয়েন্টের পাশে অস্থিতুল্য শাখা-প্রশাখা সৃষ্টি হয়৷ ফলে শরীর নাড়াচাড়া করা কঠিন হয়ে ওঠে৷ যে কর্মসূচি ভ্রূণ অবস্থায় আমাদের শরীরকে জীবনের জন্য প্রস্তুত করে তোলে, সেটিই আবার আমাদের শক্ত ও স্থবির করে তোলে৷ সূত্র: ডয়েশ্চ ভেলে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন