Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উপমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় সঙ্কট আরো গভীরে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

শ্রীলঙ্কার নতুন সরকার থেকে একজন উপমন্ত্রী পদত্যাগের পর দেশটির রাজনৈতিক সঙ্কট আরো তীব্র হয়েছে। গত মাসে প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্গেকে বরখাস্ত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকে নিয়োগ দেয়ার পর থেকে দেশটিতে সঙ্কট চলছে। রাজাপাকসা পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগ পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানা হবে না বলে পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া ঘোষণা দেয়ার একদিন পর শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান উপমন্ত্রী মানুষা নানায়াকারা পদত্যাগ করেন। তার পদত্যাগ পার্লামেন্টে রাজাপাকসার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণকে কঠিক করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত হলেও বিক্রমসিঙ্গে তার সরকারি বাসভবনেই অবস্থান করছেন এবং নিজেকে দেশের বৈধ নেতা হিসেবে দাবি করছেন। রাজাপাকসা ও বিক্রমসিঙ্গে দুজনেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে দাবি করছেন। ১৯ দিন স্থগিত থাকার পর আগামী বুধবার অধিবেশন বসলে ২২৫ আসনের পার্লামেন্টে দু’জনকেই শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। গত সপ্তাহে এক সাক্ষাতকারে বিক্রমসিঙ্গে দাবি করেন যে রাজাপাকসার দল এমপিদের কিনে নেয়ার চেষ্টা করছে বলে তার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে রাজাপাকসা দলের এমপি’রা এই অভিযোগ অস্বীকার করেন। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ