Inqilab Logo

ঢাকা, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮, ০৫ অগ্রহায়ণ ১৪২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী

নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরলে আওয়ামীলীগের আনন্দ মিছিল

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ৯:৩১ পিএম | আপডেট : ৮:৩৮ এএম, ৯ নভেম্বর, ২০১৮

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবার সাথে সাথে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নৌকার পক্ষে বিশাল আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ৭ টায় নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে আনন্দ মিছিলটি নৌকার পক্ষে শ্লোগান দিতে দিতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথ সভায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু। মিছিলে অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম সফিক, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক মিঠুন কুমার প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ