Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের ১০ম প্রতিরক্ষা প্রদর্শনী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে চলতি মাসের শেষ দিকে আয়োজন করা হয়েছে ১০ম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনার (আইডিইএএস) ২০১৮। অস্ত্র প্রদর্শনীর পাশপাশি এখানে স্থানীয় সিন্ধি সংস্কৃতি ও ক্রীড়া উৎসবেরও আয়োজন করা হয়েছে। ‘শান্তির জন্য অস্ত্র’ প্রতিপাদ্য বিষয়ের উপর দ্বিবার্ষিক এই প্রদর্শনী চলবে ২৭-৩০ নভেম্বর। নতুন ফর্মেটের এই আয়োজনে একটি গলফ টুর্নামেন্টও থাকছে বলে প্রতিরক্ষা রফতানি উন্নয়ন সংস্থার গণমাধ্যম পরিচালক কমোডর তারিক জাভেদ সাংবাদিকদের জানিয়েছেন। প্রদর্শনীর পাশাপাশি ২৮ নভেম্বর তিন অধিবেশনের একটি সেমিনারেও রয়েছে। এতে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। সশস্ত্র বাহিনীর তিন শাখা তিনটি অধিবেশন পরিচালনা করবে। প্রদর্শনীতে দর্শকদের সন্ত্রাস দমন মহড়া দেখানো হবে। পাকিস্তানের পাশাপাশি ১৪-১৫টি দেশের প্যাভিলিয়নও প্রদর্শনীতে অংশ নেবে বলে জাভেদ জানিয়েছেন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিরক্ষা প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ