Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেশন্স লিগে খেলাই হচ্ছে না রোনালদোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় উরুগুয়ের কাছে হেরে ছিটকে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগে পর্তুগালের শেষ দুই ম্যাচের দলেও নেই পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

আগামী ১৭ নভেম্বর স্বাগতিক ইতালির বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিন দিন পর ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য দুই ডিফেন্ডার জোসে ফন্তে ও রাফায়েল গেরেইরো এবং দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও জোয়াও মারিওকে দলে ফিরিয়েছেন কোচ ফের্নান্দো সান্তোস।

জুলাইয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫ গোল। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২০১৬ সালের ইউরো জয়েও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ