Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রেক্সিট ইস্যুতে আরেক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর থেরেসা মে-এর কেবিনেটের আরেক মন্ত্রী। সদ্য পদত্যাগী ওই মন্ত্রীর নাম জো জনসন। তিনি দেশটির পরিবহনমন্ত্রী ছিলেন। তবে থেরেসা মে-এর ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে শুক্রবার তিনি পদত্যাগ করেন। পদত্যাগের ঘোষণা দিয়ে জো জনসন বলেন, তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে-এর বেক্সিট পরিকল্পনা সমর্থন করেন না। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গভীর দুঃখের সঙ্গে আমি সরকার থেকে পদত্যাগ করছি। টুইটের সঙ্গে তিনি অনলাইনে নিজের লেখা এ সংক্রান্ত একটি লেখার লিঙ্ক জুড়ে দেন। এতে তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে ব্রেক্সিট সংক্রান্ত যে ইস্যুটি তুলতে যাচ্ছেন তাতে তিনি ভোট দেবেন না। বরং ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় দফায় আরেকটি গণভোটের জন্য প্রচারণা চালাবেন তিনি। সদ্য পদত্যাগী পরিবহনমন্ত্রী জো জনসন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের ভাই। চলতি বছরের জুলাইয়ে ব্রেক্সিট নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছিলেন বরিস জনসন। বরিসের আগে পদত্যাগ করেন ব্রেক্সিটমন্ত্রী দেহিদ ডেভিস ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক দফতরে তার দ্বিতীয় ব্যক্তি স্টিভ বাকের। আনাদোলু, ওয়াশিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ