Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্প-ম্যাখোঁ ঐকমত্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রতিরক্ষা খাতে ইউরোপের ব্যয় বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবছর পূর্তি উদযাপনের একদিন আগে শনিবার প্যারিসে এক বৈঠকে প্রতিরক্ষা বিষয়ে একমত হলেন এই দুই নেতা। এর আগে ইউরোপের জন্য আলাদা সেনাবাহিনী গঠনের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেন ট্রাম্প। শনিবার ফ্রান্সে পৌঁছার পর ট্রাম্পকে স্বাগত জানান ম্যাখোঁ। পরে প্রেসিডেন্টের প্রাসাদে এক বৈঠকে বসেন তারা। সেখানে ট্রাম্পের হাঁটুর উপর হাত রেখে ম্যাখোঁ তাকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তারা প্রতিরক্ষা খাতে ইউরোপের বরাদ্দ বাড়ানোর বিষয়ে আলোচনা করলেও ওই সময় ট্রাম্পকে দূরত্ব বজায় রাখতে দেখা যায়। বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা একটি শক্তিশালী ইউরোপ চাই, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা উভয়ই চাই, যেভাবেই উপায়েই এটা সবচেয়ে ভালভাবে আর কার্যকরভাবে হোক’। তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপকে সহায়তা করতে চাই কিন্তু এটা ন্যায্য হতে হবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকেই খরচের বোঝা বেশি বহন করতে হচ্ছে।’ বৈঠকে ম্যাখোঁও প্রায় একই ধরনের কথা বলেন। তিনি বলেন, ন্যাটোতে ইউরোপ আরও বেশি খরচ বহন করবে তা তিনিও চান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিষয়টি বলে আসছেন। একই সঙ্গে ইউরোপের নিজস্ব সামরিক সক্ষমতার বিষয়টির কথাও বলে আসছেন ম্যাখোঁ। তিনি ইংরেজিতে বলেন, ‘এ কারণেই আমি বিশ্বাস করি ইউরোপীয় প্রতিরক্ষার জন্য আমার প্রস্তাব এগুলোর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।’ এর আগে প্যারিসে অবতরণের কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প টুইটারে লিখেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার কাছ থেকে রক্ষার জন্য ইউরোপকে নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। এএফপি, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ